ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় দিনের আলোচনা চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৩ জুন ২০২৫
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক চলছে

সংস্কার ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্ব এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা; জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস; খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক; গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি; এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু; লেবার পার্টির মোস্তাফিজুর রহমান; এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী; এলডিপির সাহাদাত হোসেন সেলিম; ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আশরাফ আলী আকনসহ ৩০টি রাজনৈতিক দলের নেতা অংশ নিয়েছেন।

আরও পড়ুন

বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসন, নির্বাচন ব্যবস্থা, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।