ঈদযাত্রায় বাগড়া বৃষ্টি-যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ার পথে বাগড়া যানজট ও বৃষ্টি। ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার পর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এমন চিত্র চোখে পড়েছে।

শ্যামলী কল্যাণপুর হয়ে গাবতলী দিয়ে গন্তব্যের পথে বের হতেই যানজটে বেশ বেগ পেতে হচ্ছে দূরপাল্লার পরিবহনগুলোকে। এর মধ্যে চলে এসেছে বৃষ্টি। এসব স্পট থেকে যাত্রী তোলায় বেশ ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। যাত্রীরাও বেশিরভাগই ভিজে যবুথবু অবস্থা।

ঈদযাত্রায় বাগড়া বৃষ্টি-যানজট

রাসেল আহমেদ নামে শ্যামলী পরিবহনের এক কর্মী জানিয়েছেন, সড়কে জ্যাম সঙ্গে বৃষ্টি, যাত্রীদের মালামালসহ তুলতে কষ্ট হচ্ছে।

আশিক নামের এক যাত্রী বলেন, গরম হলে একরকম কষ্ট ছিল, কিন্তু বৃষ্টিতে তো একেবারেই নাজুক অবস্থা। বউ বাচ্চা নিয়ে গাড়িতে উঠা কষ্টকর।

এসইউজে/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।