বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ জুন ২০২৫
গাবতলী টার্মিনালে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর গাবতলীর বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আমি যতটুকু ঘুরলাম দেখলাম- কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছে না।’

পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা নিজেরা একটু সচেতন হলে, আইন মেনে চললে সবকিছু সহজ হয়। বিশেষ করে গাড়িতে উঠতে-নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদের সচেতনতা দরকার। আশা করি নিজেরা সচেতন হবেন।’

বাসের কৃত্রিম সংকট দেখিয়ে ভাড়া অতিরিক্ত নেওয়া হয়, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এরকম তথ্য আমি পাইনি। বাসের সংকট দেখানো হয় যেহেতু বলেছেন, আমরা এটা কঠোরভাবে দেখবো।’

যানজট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি-বাদল ও গাড়ির চাপে কিছুটা যানজট আছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। যে কোনো সমস্যা সমাধানে তারা কাজ করছে।’

একই টিকিট একাধিকবার বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন, এটা তারা দেখবেন।’

এসইউজে/এএসএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।