কেন্দ্রীয় কারাগারের দুস্থ বন্দিরা পেলেন ঈদের লুঙ্গি-টিশার্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৬ জুন ২০২৫
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জে) দুস্থ বন্দিদের মাঝে লুঙ্গি ও টিশার্ট বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টিশার্ট বিতরণ করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার এ কে এ এম মাসুম, ডেপুটি জেলার দেলোয়ার জাহান, নুরুল মুবিন, হাশেম রেজা ও তানজিল হোসেন।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।