এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ‘ককটেল বিস্ফোরণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ৩০ জুন ২০২৫

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) রাতে রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ‘ককটেল বিস্ফোরণ’

ককটেল বিস্ফোরণের বিষয়টি রাত ৮টা ৩৬ মিনিটের দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, হাতিরপুল অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে, ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হন বলে দাবি করেছিল দলটি।

টিটি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।