চট্টগ্রামে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এই আট আসামিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- চান্দগাঁওয়ের খাজা রোডের সাবান ঘাটার মোহাম্মদ জিয়াউর রহমান, উত্তর ফরিদা পাড়ার আয়েশা বেগম (৪৪), ফজল আমিন কলোনি ওরফে ফজু কলোনির শাহীন প্রকাশ আজাদ (২৩), মৌলভী পুকুর পাড়ের মো. দ্বীলের ছেলে মো. কুতুব উদ্দিন, মো. মানিক, মো. ইদ্রিস, ইকবাল হোসেন ও নুরুল আবছার (৪২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযানে মোট আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।