চট্টগ্রামে বেদখল জমি উদ্ধারে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরীতে বেদখল হওয়া প্রায় চার হাজার একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় এ অভিযান শুরু হয়।

রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন এ উচ্ছেদ অভিযান চলবে। এতে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

সাগরিকা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা।

বেদখল উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- জেলা প্রশাসনের কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ফারিস্তা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব জমি থেকে স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে তিনজন ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দখলমুক্ত করে জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।