গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৮ জুলাই ২০২৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে চলছে মনোমুগ্ধকর ড্রোন শো।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আয়োজনে একে একে চারটি প্রমাণ্য চিত্র প্রদর্শনী হয়। সেগুলো হলো, হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই ওমেন এবং ‘জুলাই বীরগাঁথা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রোন শো চলছে।

আয়োজকরা জানিয়েছেন, ড্রোন শো শেষে সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি ও সানি। এছাড়া সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল।

আরএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।