মসজিদভিত্তিক গণশিক্ষাকেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনররা
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গর্ভনররা। ফাউন্ডেশনের এ প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইফার পাঁচ গভর্নরকে। তাদের প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রগুলোর শিক্ষার গুণগত মান ও কেন্দ্র ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে বোর্ড অব গভর্নরসের ২২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের আধুনিকায়নের ডিপিপি প্রণয়ন, হালাল সনদের ফি পুনর্নির্ধারণ, ইফার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, ডিপিপি অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও হিসাব পরিচালনা এবং ইসলামিক মিশন সেন্টার স্থাপনসহ ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আব্দুস ছালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামিয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক উপস্থিত ছিলেন।
আরএমএম/কেএসআর