পরীক্ষার ফল খারাপ করায় মায়ের বকুনিতে ছাদ থেকে লাফ মেয়ের
রাজধানী বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেট এলাকার একটি চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে তাজনিন রাফা (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর খালু বিল্লাল হোসেন জানান, ইতালি প্রবাসী আরিফ হোসেন টিটুর মেয়ে তাজনিন রাফা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষায় এক বিষয়ে ফল খারাপ করায় মা তাকে বকাঝকা করেন। এতে অভিমানে সে বাসার ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজনিন রাফার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বেলিয়া গ্রামে। বর্তমানে মহাখালীর ওয়্যারলেস গেট মসজিদের পাশে মা নুপুর বেগমের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এএসএম