বাংলাদেশিদের ভিসা সমস্যা

ঘর গোছানোর পরামর্শ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ এএম, ২৫ জুলাই ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতসহ বিভিন্ন দেশের ভিসা পেতে যে সমস্যা তৈরি হয়েছে সেজন্য আবেদনকারীদের মিথ্যা নথি-পত্র প্রধান অন্তরায় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সমস্যা সমাধানে ঘর গোছানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন তৌহিদ হোসেন।

দীর্ঘদিন ধরে ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশের ভিসা পেতেও সমস্যা হচ্ছে, এক্ষেত্রে পররাষ্ট্র থেকে কোনো উদ্যোগ নিতে পারে কিনা—এ কথা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি। আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারব। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন… ২০ বছর আগে এটা সমস্যা ছিল না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট… একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হইছে-এ রকম উদাহরণও আছে। সেগুলো এখন অনেক কঠিন হয়ে গেছে।

উপদেষ্টা বলেন, কাজেই মিথ্যা নথিপত্র একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে অনেকক্ষেত্রে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমাদের ঘর গোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারবো।

জেপিআই/কেএএ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।