মাইলস্টোন ট্রাজেডি

প্রয়োজনে আহতদের ভারতে নেওয়া হবে: ভারতীয় চিকিৎসক দল

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতীয় চিকিৎসক দল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের প্রয়োজন হলে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের প্রধান।

রোববার (২৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদলে থাকা চিকিৎসকদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে চিকিৎসক দলের প্রধান বলেন, বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসন সহায়তা বা রোগী স্থানান্তরের প্রয়োজন হলে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। যদি কোনো রোগীকে ভারতে নেওয়ার প্রয়োজন হয়, সেটিও দ্রুত সমন্বয়ের মাধ্যমে সম্ভব।

ভারতীয় চিকিৎসক দল জানায়, তারা ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেন মোদী। শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনার শিকারদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

আরও পড়ুন

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় চিকিৎসক দল বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে সেখানকার চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

দিল্লির আরএমএল হাসপাতাল ও সাফদারজং হাসপাতাল থেকে আসা এই মেডিকেল টিমে রয়েছেন দুজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট। ভারতে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য এই দুই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, চিকিৎসকরা ২৩ জুলাই ঢাকায় আসেন। গত কয়েকদিনে চারটি পরামর্শমূলক সেশন শেষে গুরুতর আহত রোগীদের অবস্থা পর্যালোচনার একটি চূড়ান্ত রাউন্ড সম্পন্ন করে সোমবার (২৮ জুলাই) ভারতে ফিরে যাবেন।

জেপিআই/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।