বিদায় নিলেন র‌্যাবের ডিজি মোখলেছুর


প্রকাশিত: ১১:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

সহকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান। বুধবার দুপুর ২টায় অনিুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। এদিকে তার বিদায় উপলক্ষে র‌্যাব হেড কোয়াটারের সামনে বিশেষ মঞ্চ তৈরি করা হয়। সেখানেই র‌্যাব সদ্যস্যরা দাঁড়িয়ে তাঁকে বিদায়ী অভিবাদন জানান। পরে ফুলে সুসজ্জিত খোলা জিপে চড়ে র‌্যাবের সদস্যদের বিনম্র শ্রদ্ধায় বিদায় নেন তিনি।

বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় র‌্যাবই সবচেয়ে বেশি সফল। র‌্যাব একটি এলিট ফোর্স হিসেবে অন্যান্য বাহিনীর তুলনায় অনেক বেশি আস্থার সঙ্গে কাজ করছে। প্রযুক্তিগত দিক দিয়েও র‌্যাব এখন অনেক বেশি এগিয়ে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী র‌্যাবকে বিতর্কিত করার চেষ্টা করলেও এ বাহিনীর সদস্যরা গণমানুষের জন্য কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বের সঙ্গেই কাজ করেছ র‌্যাব।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর পরিচালক মুফতি মাহমুদ খান, উপ-পরিচালক রুম্মান মাহমুদ, গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, অপস অফিসার কে এম আজাজ, র‌্যাব-৪ প্রধান লে: কর্ণেল শাহাবুদ্দিন, র‌্যাব-২ সিও এসএম মাসুদ রানাসহ বিভিন্ন ব্যাটালিয়ন প্রধান ও গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।