ঢাবিতে নীলদল ১৫/১৫


প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বিচনে ১৫টি পদের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের নীল দলের প্রার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বঅচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অধ্যাপক শফিক উজ জামান।

তিনি জানান, নির্বাচনে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকপদসহ কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের সবগুলোইতে নীলদলের সদস্যরা নির্বাচিত হয়েছেন।
 
এদিকে সমিতির সব কয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও ফল মেনে নিয়েছেন বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের শিক্ষকরা।

নির্বাচন কমিশনার জানান, শিক্ষক সমিতির ১ হাজার ৯০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬৫ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে নীল দলের প্রার্থী ফরিদ উদ্দিন আহমেদ ৮৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন নীল দলের এএসএম মাকসুদ কামাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।