৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ, চলছে শেষ মুহূর্তের কাজ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখা যায়, সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান রয়েছে।
বৃষ্টির মৌসুম থাকায় মঞ্চে থাকছে পানি নিরোধকের ব্যবস্থাও।

মঞ্চে হাতুড়ি হাতে কাজ করছিলেন রিপন মন্ডল নামের একজন শ্রমিক। তিনি জাগো নিউজকে বলেন, আজকের মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। মঞ্চ থেকে শুরু করে যাবতীয় কাজ চলছে। আজকে বিকেলেই আশা করছি বাকি কাজ শেষ হবে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে মূল সড়কে মঞ্চ তৈরি করায় সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়কে যান চলাচল সচল রাখা হয়েছে, যাতে করে যানজট সৃষ্টি না হয়।
এই অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।
প্রধান উপদেষ্টার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার।

এতে আরও বলা হয়, এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।
পোস্টে আরও লেখা হয়, এ উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে। আসুন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যোগ দেই ছত্রিশ জুলাই উদযাপনে। আমাদের ইতিহাস, আমাদের গৌরব।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
টিটি/এএমএ/জিকেএস