বিমানের ট্রেনিং সেন্টার পরিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০৫ আগস্ট ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টার (বিএটিসি) পরিদর্শন করেছে সরকারি শিশু পরিবার থেকে আগত সুবিধা বঞ্চিত শিশুরা।

শিশুদের বিএটিসির মিনি হ্যাঙ্গার পরিদর্শন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংক্রান্ত তথ্য চিত্র প্রদর্শন এবং দুপুরে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে খাবার পরিবেশন করা হয় ।

বিমানের ট্রেনিং সেন্টার পরিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের

সোমবার (৪ আগস্ট) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিএটিসি পরিদর্শন করানো হয় শিশুদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী।

বিমানের ট্রেনিং সেন্টার পরিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেইনিং সেন্টারের এয়ারলাইন্স সংক্রান্ত বিভিন্ন কর্মশালা ও ট্রেইনিংয়ে অংশগ্রহণ করে ভবিষ্যতে এয়ারলাইন্স সেবায় নিয়োজিত করার লক্ষ্যে গড়ে তোলার বিষয়টি আলোচিত হয়।

এমএমএ/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।