কামরাঙ্গীরচরে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার দুই
রাজধানীর কামরাঙ্গীরচরে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মো. সাজিম (৩১)।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার একটি দল কলেজ রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলভার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
কেআর/বিএ/এএসএম