মালিবাগে আবাসিক হোটেলের বারান্দা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেলের বারান্দা থেকে মো. আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে হোটেল আর-ইসলামের পঞ্চমতলার ৪১০ নম্বর কক্ষের সামনের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের বলেন, গত ৩ আগস্ট ওই ব্যক্তি হোটেলের ৪০২ নম্বর কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আলমগীর খান শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশ রশি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

কাজী আল-আমিন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।