রাজধানীতে ১ কোটি ৩৫ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ এএম, ০৭ আগস্ট ২০২৫
জাল নোটসহ গ্রেফতার ২ ব্যক্তি

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে প্রতারণামূলকভাবে ডলার কেনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রাজধানীর গুলশান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন। গ্রেফতার দুজন হলেন রুবেল আহম্মেদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০)। এই চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় মামলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার গুলশান থানা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুলশান-২ এলাকায় কয়েক ব্যক্তি বিন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার কিনতে জাল টাকাসহ অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে গুলশান থানার একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে রুবেল আহম্মেদকে ২৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়।

পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গুলশানের একটি আবাসিক হোটেল থেকে আরও ৮৯ লাখ ৮২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ওই হোটেল থেকে এই চক্রের এক সদস্য তাপস বাড়ৈকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১৯ লাখ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

এছাড়া তাদের কাছ থেকে নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ চক্রের সদস্যরা ডলার ভাঙানোর কথা বলে জাল নোট দিয়ে দিতেন। তারা ১০ লাখ টাকার মধ্যে মাত্র দুটি আসল নোট দিতেন। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তাদের গ্রেফতারের পর অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে আসছেন বলেও জানান গুলশান থানার ওসি।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।