আজিয়াটাকে ৫জি ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১২ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) অ্যাক্সিয়াটা গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিজা রিদজুয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ডিজিটাল রূপান্তরের জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে।

এসময় প্রধান উপদেষ্টা বেসরকারি খাত ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

অ্যাক্সিয়াটার গ্রুপ সিইও বিবেক সূদ জানান, তারা ইতিমধ্যে বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছেন এবং ৫জি সেবায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন যে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি।

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে অ্যাক্সিয়াটা বাংলাদেশে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশীদারিত্ব করতেও আগ্রহী। তবে, ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং জটিল লাইসেন্সিং প্রক্রিয়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হতে পারে বলে তিনি মনে করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাক্সিয়াটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রক ও সরকারি বিষয়ক কর্মকর্তা ফুং চি কিয়ং এবং গ্রুপের প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা থমাস হুন্ডট।

এমইউ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।