ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার সানওয়ে গ্রুপের চেয়ারমানের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২৫
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্যার জেফ্রি চিয়া/ছবি: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছেন সেখানে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সানওয়ে গ্রুপ মালয়েশিয়ার একটি প্রধান কনগ্লোমারেট এবং যাদের ব্যবসা সম্পত্তি, নির্মাণ, আতিথেয়তা, খুচরা বিক্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বিস্তৃত।

এমইউ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।