আজকের আবহাওয়া: ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির আভাস/ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
- আরও পড়ুন
- কক্সবাজারে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড
- সাতক্ষীরায় একদিনে ৭৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
- চাঁদপুরে এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক
ঢাকায় আজ বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ ছিল।
গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
- আরও পড়ুন
- খরার কবলে আগাম জাতের আমন চাষ
- কাশ্মীরে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির জন্য প্রার্থনা
- তাপপ্রবাহের কারণে স্পেনে তীব্র হচ্ছে দাবানল
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।
এমআরএম/এএসএম