ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১-৮ অক্টোবর পর্যন্ত চীনা ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে/প্রতীকী ছবি

ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে। চীনের জাতীয় দিবসসহ টানা ছুটির কারণে আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় চীনের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে নিয়মিতভাবে ভিসা অফিসের কার্যক্রম চালু হবে।

এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস হিসেবে ভিসা অফিস খোলা থাকবে বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।

জেপিআই/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।