মাঝ আকাশে ঝাঁকুনির কবলে বিমানের ফ্লাইট, হাত ভাঙলো ক্রুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে হাত ভেঙে যায় বিমানের কেবিন ক্রু শাবানা আজমী মিথিলার/ছবি সংগৃহীত

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এতে একজন কেবিন ক্রুর হাত ভেঙে গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত কেবিন ক্রুর নাম শাবানা আজমী মিথিলা। ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতারণের পর তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’

বিমান সূত্রে জানা যায়, ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম যায়। এরপর সেটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কেবিন ক্রু মিথিলা কেবিনে যাত্রীদের সিট বেল্ট বাধা হয়েছে কি না, তা নিশ্চিত করছিলেন। এসময় হঠাৎ ঝাঁকুনি শুরু হলে তিনি পড়ে যান। এতে তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে যায়।

এমএমএ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।