বাংলাদেশে ঝরেপড়া শিশুদের পুনর্বাসনে ইউসেপকে সহায়তা করছে কানাডা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সঙ্গে কানাডার প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশে ঝরেপড়া শিশুদের আবারও শিক্ষা ও কর্মদক্ষতার মূলধারায় ফিরিয়ে আনতে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রাম (ইউসেপ)-কে সহায়তা করছে কানাডা।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কানাডার প্রতিনিধি।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকাস্থ কানাডার হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইউসেপ বাংলাদেশের উদ্যোগ অনুপ্রেরণাদায়ক, যেখানে শিক্ষা থেকে ঝরেপড়া শিশু ও তরুণদের সাধারণ ও কারিগরি শিক্ষার মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। একই সঙ্গে পরিবার ও সম্প্রদায়কে সম্পৃক্ত করা হচ্ছে যেন তারা তাদের সন্তানদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

ইউসেপ বাংলাদেশ সরকারের পাশাপাশি নিয়োগকর্তা, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলছে, যেন এই উদ্যোগগুলোর স্থায়িত্ব ও প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত হয়। প্রতিষ্ঠানটি ‘কাউকে পেছনে ফেলে নয়’ অভিযানের চেতনাকে বাস্তবায়ন করে সামাজিক অন্তর্ভুক্তিকে আরও জোরদার করতে কাজ করছে।

হাইকমিশন আরও জানিয়েছে, দেশের যুবসমাজকে ভবিষ্যতের দক্ষতায় ক্ষমতায়িত করতে ইউসেপের এই প্রচেষ্টা বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জেপিআই/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।