বাংলাদেশের মানবিক ও অর্থনৈতিক খাত পরিদর্শনে জার্মান প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫
জার্মানির প্রতিনিধিদলের বাংলাদেশ সফর/ছবি: সংগৃহীত

জার্মানির বিভিন্ন খাতের নেতৃত্বস্থানীয় প্রতিনিধিদের একটি দল বাংলাদেশ সফর করেছে। এর লক্ষ্য ছিল দুই দেশের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা অন্বেষণ করা।

জার্মান নিরাপত্তাবিষয়ক একাডেমির (বিএকেএস) আয়োজনে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপের মাধ্যমে মানবিক চ্যালেঞ্জ ও চলমান প্রচেষ্টা বোঝার চেষ্টা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, পানির অভাব ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।

দলের সদস্যরা জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার আয়োজনে বাংলাদেশের টেক্সটাইল শিল্প পরিদর্শন করেন। তারা এ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের টেকসই উৎপাদন ও চর্চা সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন।

বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য দলটি পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় সংসদ পরিদর্শন করে। এ স্থানগুলো ২০২৪ সালের গণআন্দোলনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।

জেপিআই/একিউএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।