সতর্ক করে সৌদির চিঠি

হজের অর্থ পরিশোধে সৌদির পদ্ধতি মানছে না এজেন্সিগুলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

আগামী বছরের হজের জন্য হজযাত্রীদের পরিষেবা নিশ্চিতের ক্ষেত্রে অর্থ পরিশোধে সৌদি আরবের নির্ধারিত পদ্ধতি মানছে না বাংলাদেশের হজ এজেন্সিগুলো। সৌদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পদ্ধতিতে তারা অর্থ পরিশোধ করছে।

এ বিষয়ে সতর্ক করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সৌদি দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি/মহাসচিব এবং এজেন্সি মালিকদের কাছে এ বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কিছু হজ এজেন্সি সৌদি আরবে তাদের হজযাত্রীদের পরিষেবা দিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য দরপত্র আহ্বান করছে এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে চেকের মাধ্যমে জামানতের অর্থ গ্রহণ করে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত গ্যারান্টি হিসাবে রাখবে বলে শর্ত দিচ্ছে। এই ধরনের পদ্ধতি সৌদি পেমেন্ট সিস্টেমের গুরুতর লঙ্ঘন এবং সৌদি পেমেন্ট সিস্টেমের বাইরে এ ধরনের অর্থ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি পেমেন্ট সিস্টেম যথাযথভাবে মেনে চলা এবং এর লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ অবস্থায়, উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে মেনে চলা এবং এ ধরনের ব্যত্যয় না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরএমএম/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।