অবৈধ স্থাপনা: জেনেভা ক্যাম্প পরিদর্শনে ডিএনসিসি ও ডিএমপির দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০২ নভেম্বর ২০২৫
জেনেভা ক্যাম্প পরিদর্শনে কর্মকর্তারা/ছবি:জাগো নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অবৈধ বাসিন্দা ও স্থাপনা উচ্ছেদসহ চেকপোস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যৌথ পরিদর্শনে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেনেভা ক্যাম্পে এ পরিদর্শন শুরু হয়।

এসময় ডিএমপি মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, ডিএনসিসির অঞ্চল-৫ এর উপ-সচিব সাদিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জেনেভা ক্যাম্পের প্রতিনিধি এবং স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেনেভা ক্যাম্পের ভেতরের বিভিন্ন স্থাপনা ও রাস্তা দখল করে গড়ে তোলা দোকানপাট পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেআর/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।