যুক্তরাজ্যের ভিসা আবেদন শুধু সরকারি ওয়েবসাইটে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ এএম, ১৮ নভেম্বর ২০২৫
ব্রিটিশ হাইকমিশন, ঢাকা/ফাইল ছবি

যুক্তরাজ্যের যেকোনো ধরণের ভিসা আবেদন নিরাপদে করতে হলে আবেদনকারীদের অবশ্যই সরকারের অফিশিয়াল ওয়েবসাইট GOV.UK ব্যবহার করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন বলেছে, অনুমোদনহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ভিসা প্রত্যাশীরা প্রতারণার শিকার হতে পারেন অথবা ভুল ও বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন।

এ ছাড়া ভিসা সংক্রান্ত প্রতারণা এড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে আরও মনে করিয়ে দেওয়া হয়—কেউই কোনো ধরনের যুক্তরাজ্য ভিসা ‘গ্যারান্টি’ দিতে পারে না; এমন দাবি করলে তা প্রতারণা বলেই ধরে নিতে হবে।

জেপিআই/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।