ইটভাটা শ্রমিকদের অবরোধ: ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৯ নভেম্বর ২০২৫
ঢাকা-আরিচা মহাসড়ক/ফাইল ছবি

রাজধানীর ভাকুর্তা ব্রিজ এলাকায় অবরোধ করেছেন ইটভাটা শ্রমিকরা। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেজে দেওয়া পোস্টের মাধ্যমে বলা হয়, ঢাকা জেলার ভাকুর্তা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই দিকেই ইটভাটা শ্রমিকরা অবরোধ করেছেন। তাই গাবতলী টার্মিনাল থেকে আরিচা মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ আছে।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।