পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৩৮০১ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ৩৩ হাজার ৮০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আশা করছি এ সংখ্যা কয়েক লাখে পৌঁছাবে।

এদনি বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট। যারা আমাদের প্রবাসী ভাই-বোনরা রয়েছেন তারা ভোটদানের সুযোগ পাবেন। দ্বিতীয়টি হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন ,আমাদের জন্য চ্যালেঞ্জটি বড়। আমরা বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, রাজনৈতিক দলগুলোর উৎসাহ দেখছি, সাংবাদিক ভাই ও বোনেরা এগুলোর কাভারেজ দিচ্ছেন। ইনশাআল্লাহ দুটি চ্যালেঞ্জে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারবো।

এমইউ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।