কৃষি উপদেষ্টা

ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৫
সচিবালয়ে কৃষির সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী/ছবি: জাগো নিউজ

গত মৌসুমে আলু চাষ করে ক্ষতিগ্রস্ত চাষিদের ভর্তুকি বা প্রণোদনা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে সভা শেষে কৃষির সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করেছেন। আলু চাষিদের একটা ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। নতুন আলু কিছু কিছু এসেছে, তবে এতে এবার ১৫ দিনের মতো দেরি হবে। এর মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে পুরোনো আলুগুলো চলে যায় তবে ভালো। আমরা কোল্ড স্টোরেজগুলো বলেছি এবার আলু ডিসেম্বর পর্যন্ত রাখতে হবে। কৃষক যাতে তার পুরো আলু বিক্রি করতে পারে।’

আলু চাষ করা কৃষকদের কীভাবে ভর্তুকি দেওয়া হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আলুতে কৃষককে আমরা কীভাবে ভর্তুকি দিতে পারি সে বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘একটা জিনিস আমি কথা বলে দেখেছি- আলু বীজের যে দাম সেটা গতবারের চেয়ে কম। গত বছর আলু বীজের কার্টন যেটা ৪০ থেকে ৪২ হাজার টাকা ছিল, এবার সেটা ১২ হাজার টাকা। এবার অনেক কম আছে। আমি মূল্য লিখে দিতে বলেছি। যদি কোথাও মূল্য নিয়ে এদিক-সেদিক হয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’

আরএমএম/একিউএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।