বিজয় দিবস উপলক্ষে ৫ বন্দির সাজা মওকুফ, মুক্তি শিগগির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের মধ্যে ৫ জনের অবশিষ্ট সাজা মওকুফ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তাদের মুক্তি দেওয়া হবে।

বুধবার (১০ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে আটক লঘু অপরাধে পাঁচজনকে মানবিক বিবেচনায় সাজা মওকুফ করা হয়েছে। আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হবে।

তবে প্রাথমিকভাবে সাজা মওকুফ পাওয়া পাঁচ বন্দির নাম ও পরিচয় জানায়নি কারা অধিদপ্তর।

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।