হাটহাজারীতে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযানে উপজেলার শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ মহিউদ্দিন (৩৬), যিনি পান্ডা মহিউদ্দিন নামেও পরিচিত। তিনি শিকারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাতুয়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আবু তাহের।

হাটহাজারী মডেল থানা সূত্র জানায়, মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মহিউদ্দিন শিকারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।