চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
সনাতন ধর্ম সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন

টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে একটি শক্তিশালী নগর সরকার (সিটি গভর্নমেন্ট) প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন জানান, তার লক্ষ্য চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যবান নগরীতে রূপান্তর করা। একই সঙ্গে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তুলতে চান তিনি।

মেয়র বলেন, লন্ডন কিংবা কানাডার মতো উন্নত নগরগুলোতে শক্তিশালী সিটি গভর্নেন্স রয়েছে। টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের জন্য এমন নগর সরকার অপরিহার্য। বর্তমানে চসিকের কাছে পূর্ণাঙ্গ নগর সরকারের মতো ক্ষমতা ও কর্তৃত্ব নেই। তবে সীমাবদ্ধতার মধ্যেও শহরের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মানুষের প্রতি মানবিক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, মানবিকতা সবার। আগে মহাশ্মশানে খোলা রোদে দাহকার্য করতে হতো, বর্তমানে শেড নির্মাণের মাধ্যমে পরিবেশ উন্নত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন বাস্তববাদী মানুষ; কথায় নয়, কাজে বিশ্বাস করি। সীমিত সময়ের মধ্যেও নিরপেক্ষভাবে মূল্যায়ন করলে দেখা যাবে, আমি আন্তরিকতার সঙ্গে শহরের জন্য কাজ করেছি এবং আগামীতেও করে যেতে চাই।

অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, সাবেক কমিশনার ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপুসহ পরিষদের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে সাধু-সন্ন্যাসীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস উপলক্ষে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এমআরএএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।