মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৯ জুন ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরা তাইফা এলাকার মকবুলের লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. এনামুল হক (৫০) ও তার স্ত্রী মোছা. পারভীন আকতার (৩৫)।

নিহত মো. এনামুল হকের ছেলে মো. সালাউদ্দিন (১০) এ প্রতিনিধিকে জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে তার মা-বাবা তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মরা তাইফায় তাদের ইজারা নেয়া লেকে মাছ ধরতে ও লাকড়ি আনতে যান। সন্ধ্যার মধ্যে তাদের ফিরে আসার কথা থাকলেও সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তারা ফিরে আসেনি।

বুধবার সকালে তার দুই ভাই মা-বাবাকে দেখতে না পেয়ে প্রতিবেশী এক সহপাঠীকে নিয়ে লেকের পাড়ে গিয়ে মা-বাবার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানায়।

matiranga

নিহত এনামুল হক ও পারভীন আকতারের চার ছেলের মধ্যে বড় ছেলে চট্টগ্রামের একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করলেও ছোট তিন ছেলে মা-বাবার সঙ্গেই থাকতো। মা-বাবাকে হারিয়ে একেবারেই নির্বাক তিন শিশুপুত্র।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল যান। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ। পরে সেখান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু বলতে না পারলেও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।