মহালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৫ জুন ২০১৬

স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে একটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় লোকজন এবং সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনকে অবহিত করার পরও অজ্ঞাত কারণেই প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহালছড়ি উপজেলা সদরের চারটি স্পটে প্রশাসনের বিনা বাধায় ‘শ্যালো মেশিন’ দিয়ে বালু উত্তোলন করছে বালু খেকো চক্র।

বালু উত্তোলনের কাজে নিয়োজিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী প্রশাসনের সঙ্গে সমঝোতা করে বালু উত্তোলন করছে।

অন্যদিকে, উপজেলা প্রশাসনের দাবি একটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপ প্রভাব বিস্তার করে এ কাজ করছে।
 
শিগগিরই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছ মিয়া বলেন, একটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের ছত্রছায়ায় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছে। প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ চারটি স্পটে বালু উত্তোলন কেন রোধ করা সম্ভব হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের ক্ষমতার কাছে উপজেলা প্রশাসন অসহায়।

এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সমর চাকমা নামে এক প্রভাবশালী ব্যক্তি তার অনুসারী লোকজনদের মাধ্যমেই এ বালু উত্তোলনের কার্যক্রম চালাচ্ছে।  

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, পাহাড়ের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব থাকায় স্থানীয় প্রশাসন চাইলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আর এ নিয়েই তারা নানা অপরাধ করে চলেছে।

এ নিয়ে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেমায়ুন কবির চৌধুরী অনেকটা অসহায়ের স্বরে বলেন, বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। আবারো বালু উত্তোলন করছে কিনা আমরা খবর নিব।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।