চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬
প্রতীকী ছবি

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহত নারীর নাম ও ঠিকানা এখনা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআরএএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।