প্রেস সচিব

বছরের পর বছর নীরবতা, হঠাৎ একদিন ‘শীর্ষ জনবুদ্ধিজীবী’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সম্ভবত একমাত্র এমন দেশ, যেখানে কেউ বছরের পর বছর ডানে তাকিয়ে, তারপর বামে তাকিয়ে একই রুটিন পুনরাবৃত্তি করতে করতে সময় কাটাতে পারে। হঠাৎ একদিন ‘শীর্ষস্থানীয় জনবুদ্ধিজীবী’ হিসেবে ঘুম থেকে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে জাতিকে সুশাসনের কলাকৌশল শেখাতে শুরু করেন।

সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

এমইউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।