ভিসা ছাড়াই ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ও গাম্বিয়ার জাতীয় পতাকা/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব নীলিমা আফরোজ।

এতে বলা হয়, বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি গত বছরের ১৩ মার্চ উভয় দেশের প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য, আর্টিকেল ১০(১) অনুসারে গত বছরের ১ জুলাই থেকে গাম্বিয়ায় চুক্তিটি কার্যকর হয়েছে। বাংলাদেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে।

টিটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।