দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল
চাঁদপুরের মেঘনায় দুর্ঘটনা কবলিত সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। একইসঙ্গে এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া উভয় লঞ্চের মাস্টারদের সনদ এবং নৌযানের সার্ভে সনদ ও নিবন্ধন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার ও সমুদ্র পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে বরিশাল-ঢাকা নৌ-রুটে এমভি পারাবত -৯ লঞ্চের সাথে এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ১৩ জন যাত্রী আহত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়।
সুন্দরবন-৮ লঞ্চের যাত্রীরা জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার পর দেড় থেকে দুই হাজার যাত্রী নিয়ে সুন্দরবন-৮ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। রাত দেড়টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের মাঝ বরাবর অংশ দুমরে মুচরে যায়। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ভিআইপি কেবিনের এক যাত্রী ও ডেকের এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
এমভি সুন্দরবন-৮ লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, এমভি পারাবত -৯ লঞ্চ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে। চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে আসলে পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে সজরে ধাক্কা দেয়। এতে সুন্দরবন-৮ লঞ্চের ২ যাত্রী নিহত হয়। আহতদের চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু।