দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

চাঁদপুরের মেঘনায় দুর্ঘটনা কবলিত সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ।  একইসঙ্গে এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া উভয় লঞ্চের মাস্টারদের সনদ এবং নৌযানের সার্ভে সনদ ও নিবন্ধন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার ও সমুদ্র পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে বরিশাল-ঢাকা নৌ-রুটে এমভি পারাবত -৯ লঞ্চের সাথে এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ১৩ জন যাত্রী আহত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়।

সুন্দরবন-৮ লঞ্চের যাত্রীরা জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার পর দেড় থেকে দুই হাজার যাত্রী নিয়ে সুন্দরবন-৮ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। রাত দেড়টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের মাঝ বরাবর অংশ দুমরে মুচরে যায়। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ভিআইপি কেবিনের এক যাত্রী ও ডেকের এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

এমভি সুন্দরবন-৮ লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, এমভি পারাবত -৯ লঞ্চ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে। চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে আসলে পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে সজরে ধাক্কা দেয়। এতে সুন্দরবন-৮ লঞ্চের ২ যাত্রী নিহত হয়। আহতদের চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।