বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু
দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।
গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেন। শীতকালীন অধিবেশনের পাশাপাশি নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের এটিই প্রথম অধিবেশন।
সংসদ সদস্যদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আপনাদের গঠনমূলক বক্তব্যে সংসদ প্রাণবন্ত ও কার্যকর হবে।
এর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
আরএস