উন্নত চিকিৎসার জন্য ভারতে ম্যাজিস্ট্রেট কাদের


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ফেনীতে অবরোধকারীদের হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে। বুধবার ভোরে হায়দ্রাবাদের চেন্নাইয়ে উন্নত চিকিৎসা সেবার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিচারক আব্দুল কাদেরের শারীরিক সর্বশেষ অবস্থা জানতে বুধবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থা ও উন্নত চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড বসানো হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভারতের পাঠানো হয়েছে।

এব্যাপারে বিচারক আব্দুল কাদেরের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক ড. মো. মোশারফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার যাবতীয় খচরের ভার গ্রহণ করেছেন। সে কারণে আমরাও বিচারক আব্দুল কাদেরের উন্নত চিকিৎসার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, অবস্থার উন্নতি হয়েছিল। যখন তাকে এখানে ভর্তি করানো হয় তখন তার বাম চোখের কর্ণিয়ার সমস্যা ছিল। তাছাড়া তার মুখে ও মাথায় ক্ষত চিহ্ন ছিল।

গত কয়েকদিনের চিকিসায় তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছিল। তবে তিনি বলেন, তার চোখ থেকে পানি ঝড়া বন্ধ হচ্ছিল না। আর এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে ভারতে পাঠানো হয়।

ফেনী সদর থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, ঘটনার দিন রাতেই থানায় একটি মামলা হয়েছে। বিচারকের উপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্তাধীন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়া আসছিলেন। তাদের গাড়িটি সড়কের জহিরিয়া মসজিদের কাছে পৌঁছালে সেখানে থাকা অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে আব্দুল কাদের মিয়া গুরুতর আহত হন।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।