আহত ম্যাজিস্ট্রেটকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর


প্রকাশিত: ১০:২৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ফেনীতে অবরোধকারীদের হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল কাদের মিয়াকে  ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ চেক হস্তান্তর করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আব্দুল কাদির মিয়াকে বুধবার (আজ) ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে।

চেক হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মোঃ সোহরাব হুসাইন এবং বিসিএস এ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের মহাসচিব মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা করা হয়। এ সময় আব্দুল কাদির মিয়ার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

এসএ, এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।