ড. মোহাম্মদ সেলিমের ইন্তেকাল
জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শনিবার মরহুমের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে এবং রোববার বনানী কবরস্থানে দাফন করা হবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. মোহাম্মদ সেলিম এর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন শিক্ষিত, বুদ্ধিদীপ্ত, দেশপ্রেমিক এবং প্রবীণ রাজনীতিককে হারালো। তার অবদান বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সিরাজগঞ্জের জনগণ চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ড. মোহাম্মদ সেলিম আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই ভাই এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। -বাসস
আরএস