খালেদার গুলশান কার্যালয়ে নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার দুপুরে কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ে আগন্তুক বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিকেলে থেকেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
ডিএমপির গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার নুরুল আমিন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে কোকো মারা যান।
জেইউ/এএ