কবি মধুসূদন দত্তের ১৯২তম জন্মদিন


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মদিন আজ (শনিবার) ২৫ জানুয়ারি। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের এদিনে জন্মগ্রহণ করেন। মহাকবির জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উদ্যাপন উপলক্ষে এবারও ২৩-২৯ জানুয়ারি সপ্তাহব্যাপী সাগরদাঁড়িতে `মধুমেলার` আয়োজন করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের সহায়তায় কবির জন্মস্থান সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী `মধুমেলা-২০১৫` উদ্যাপনের আয়োজন করেছে। ১৯৭৩ সাল থেকে মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তাঁর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন হয়ে আসছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।