সোমবার রাঙামাটি যাবেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

সোমবার রাঙামাটি আসছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। ব্যক্তিগত সফরে তিনি রাঙামাটি আসছেন বলে সেনাবাহিনীসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে। পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে আসছেন তিনি। হেলিকপ্টারে করে তিনি রাঙামাটি আসবেন। এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অপেক্ষার পর জলযান ঘাট হয়ে নৌ-পথে কাপ্তাই উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। তবে দিনের কোন সময় তিনি রাঙামাটি এসে পৌঁছাবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, যেহেতু রাষ্ট্রপতি এখনো সৌদি আরব থেকে দেশে আসেননি। সেহেতু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কোন সময় তিনি এসে পৌঁছাবেন। এদিকে রাঙামাটিতে রাষ্ট্রপতির সফরে কোনো রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের সাথে দেখা করবেন না বলেও জানা যায়।

নৌ-পথে ভ্রমণ শেষে কাপ্তাই থেকেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানা যায়। এদিকে রাষ্ট্রপতির রাঙামাটি সফরকে ঘিরে ইতোমধ্যে শহরে র্যাব, সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর জানান, রাষ্ট্রপতি ব্যক্তিগত সফরেই আসছেন। কোনো প্রকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দেখা করার কোনো সিদ্ধান্ত নেই।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।