দেশে মাছের চাহিদা ৩৭ লাখ ৯২ হাজার মেট্রিক টন


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

দেশে মাছের চাহিদা ৩৭ লাখ ৯২ হাজার মেট্রিক টন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ২০১২-১৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাছের পরিমাণ ৩৪ লাখ ১০ হাজার মেট্রিক টন। এক্ষেত্রে মাছের ঘাটতি মোট ৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন।

মোহাম্মদ ছায়েদুল হক বলেন, বাংলাদেশে প্রাণীজ প্রোটিনের মূল উৎস মাছ। শতকরা প্রায় ৬০ ভাগ প্রাণীজ আমিষের যোগান দেয় এই মাছ। ২০১৩-১৪ সালে দেশে মাছের প্রক্ষেপিত চাহিদা ৩৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন এবং উৎপাদিত মাছের পরিমাণ ৩৫ লাখ ৫৫ হাজার মেট্রিক টন (প্রক্ষেপিত)। এক্ষেত্রে ঘাটতি মোট ৩ লাখ ২৩ হাজার মেট্রিক টন।

তিনি বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মাছের ঘাটতি পূরণে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে। ‘ভিশন-২০২১, বাংলাদেশ : সমৃদ্ধ আগামী’ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৎস্য সম্পদ উন্নয়ন প্রেক্ষিত পরিকল্পনা (২০০৯-২০২১) প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয় এবং সম্প্রসারিত সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য কার্যক্রম নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয়, উপক‚লীয় এলাকা এবং সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে সরকার চলতি অর্থবছরে মোট ১ হাজার ৩৬৪ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প বান্তবায়ন করছে বলেও জানান তিনি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।