প্রতিদিন গড়ে ৩টি গাড়িতে হামলা হয় : আছাদুজ্জামান


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

অবরোধের মধ্যেও রাজধানীতে  প্রতিদিন ৩০ লাখ গাড়ি চলে। এর মধ্যে গড়ে তিনটি গাড়িতে হামলা হয়। এই হামলার মাধ্যমে মনস্তাত্ত্বিক ভয় সৃষ্টি করা হয়েছে। এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।

রোববার সকালে রাজধানীর মতিঝিলের বক চত্বরে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।  এসময় তিনি চলমান রাজনৈতিক কর্মসূচির মধ্যেও রাজধানী পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন।

ডিএমপি কমিশনার বলেন, এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র এলাকায় নিবিড় টহলের ব্যবস্থা করা হবে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, নিরাপত্তা বিঘ্নকারীদের দমন করা হবে কঠোর হস্তে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য  তিনি জনগণের সহায়তা কামনা করেন।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।